গ্রীসের ঋণ অর্ধেক করে দেওয়ার এবং ইউরোজোন ঋণ সঙ্কট স্থিতিশীল করার লক্ষ্যে অর্থ সাহায্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন করার পর বৃহষ্পতিবার বিশ্বের আর্থনীতিক বাজারগুলোতে লেনদেন প্রচন্ড ভাবে বেড়ে যায়।
জার্মানি ও ফ্রান্সে প্রধান প্রধান শেয়ার বাজার সূচকগুলো ৫ শতাংশ বৃদ্ধি পায় যখন বৃহষ্পতিবার সকালে ব্রাসেলসে ওই ঘোষণা করা হয়।