অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাথরিন মিডলটন আর প্রিন্স উইলিয়ামের বিয়ে নিযে গোটা বৃটেন জুড়ে সাজ সাজ রব, তবে সবাই কিন্তু রাজভক্ত নয়


Police officers walk past a flag hanging outside a coffee shop, depicting Britain's Prince William and Kate Middleton, on Whitehall, in central London April 27, 2011. Prince William will marry Kate Middleton at Westminster Abbey on April 29th. REUTER
Police officers walk past a flag hanging outside a coffee shop, depicting Britain's Prince William and Kate Middleton, on Whitehall, in central London April 27, 2011. Prince William will marry Kate Middleton at Westminster Abbey on April 29th. REUTER

হ্যাঁ, রাজ পরিবারের বিয়ে নিযে যখন গোটা বৃটেনে সাজ সাজ রব, দেশ বিদেশেও আগ্রহ উত্সাহের অন্তঃ নেই। তারই মাঝে দূর্ভাবনা,কখন কি ঘটে যায়। তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে ।

এক নৈরাজ্যবাদী চার্লি ভিচ। তিনি লণ্ডনের ট্রাফালগার স্কোয়ারে এক মাইক নিয়ে বলে বেড়াচ্ছেন – মহারাণীর মগজ ধোলাই ও মষ্তিষ্ক নিয়ন্ত্রণ ইন্স্টিটিউট থেকে বলছি। আমার বক্তব্য হলো এখানে রাষ্ট্র সর্বকালের বিশাল এক চোখধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করেছে, যাতে আমাদের করদাতাদের লক্ষ কোটি পাউণ্ড নিরাপত্তা রক্ষার জন্য ব্যয় করা হচ্ছে যখন কি না এ দেশের বহু মানুষ তার বিরোধী ।

গত বছর কলেজ ফি বৃদ্ধির প্রতিবাদ হানাহানির আকার নিয়েছিল। তখন প্রিন্স চার্লস সেই গোলযোগের মধ্যে পড়েছিলেন। এই ধরণের ঘটনার ফলে – হঠাত্ সন্ত্রাসী হামলার আশংকাও করা হচ্ছে।

লণ্ডনে একজন শিক্ষক – সাংবাদিক এবং আমাদের আগের এক সংবাদদাতা আশরাফউ্দ্দিন সেখানকার সবশেষ পরিস্থিতি জানালেন।

XS
SM
MD
LG