অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র নিবাসী ডঃ এহসানুল হক শিশু শ্রম নিরোধে প্রতিষ্ঠান গড়েছেন


যুক্তরাষ্ট্র নিবাসী ডঃ এহসানুল হক শিশু শ্রম নিরোধে প্রতিষ্ঠান গড়েছেন
যুক্তরাষ্ট্র নিবাসী ডঃ এহসানুল হক শিশু শ্রম নিরোধে প্রতিষ্ঠান গড়েছেন

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট নিবাসী ডঃ এহসানুল হক কয়েকজন সহযোগীকে নিয়ে শিশুদের ক্ষতিকর ও ঝুকিঁপূর্ণ কাজ থেকে রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন-- যার নাম হলো – Distressed Children and Infant International তিনি এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। তাঁদের শিশু কল্যাণ কর্মসূচি রয়েছে বাংলাদেশ, ভারত ও নেপাল সহ অন্যান্য দেশে। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা শহরে বন্দরে ঝুকিঁপূর্ণ নানা কাজে নিয়োজিত তাদের লেখা পড়া, স্বাস্থ্য এবং জীবনের সকল মৌলিক চাহিদা মিটিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেওয়া তাদেঁর ব্রত। আর সেজন্য ডিসিআই, বাংলাদেশ এবং অন্যত্র সরকারী ও বেসরকারী নানা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে শিশু শ্রম নিরোধ ও শিশু কল্যাণের নানা কর্মসূচিতে নিয়োজিত। এই কাজে তারা আমেরিকার নবীন প্রজন্মের ছেলেমেয়েদেরও সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করছে নানা উপায়ে।

XS
SM
MD
LG