অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জেনারেলদের মধ্যে নভেম্বর মাসে সীমান্তের ওপার থেকে হামলার পর প্রথম বৈঠক


US-Pakistan military contacts
US-Pakistan military contacts

পাকিস্তানে সেনা বাহিনীর প্রধাণ এবং যুক্তরাষ্ট্রের উর্দ্ধোতন কমান্ডা্রা নভেম্বর মাসের পর প্রথমবারের মত বৈঠক করেন। গত নভেম্বরে নেটো বাহিনী পরিচালিত সীমান্ত চৌকিতে হামলায় ২৪ জন পাকিস্তানী সৈনিকের নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়।

ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডতে পাকিস্তানের সেনা বাহিনীর সদর দপ্তরে বুধবার জেনারেল আশফাক পারভেজ কায়ানীর সংগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল জেমস মাটিস এবং আফগানিস্তানে নেটো বাহিনীর কমান্ডার জেনারেল জেমস এলেন বৈঠক করেন।

পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, ছাব্বিশে নভেম্বর সীমান্তের ওপার থেকে যে হামলা হয় তার তদন্ত এবং সীমান্ত সহযোগিতা প্রক্রিয়া সম্পর্কে তারা আলোচনা করবেন।

প্রাণঘাতি ঐ অভিযানের পর পরই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। এবং পাকিস্থান আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর জন্যে রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়।

XS
SM
MD
LG