অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান মহিলারা স্বামীর অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করলে জেল বন্দী করা হয়


মানবাধিকার সংস্থা হিউম্যান রিইটস ওয়াচের একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্থানে প্রায় চারশ’র ও বেশি মহিলা জেলখানায় আটক রয়েছেন। এরা স্বামীর অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করলে বা বিয়েতে মত না দেওয়ার কারনে এদের বন্দী করা হয়।

রিপোর্টে বলা হয়, যারা এই ধরনের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে তাদের উপর প্রায়শয় অবৈধ্য সম্পর্কের অভিযোগ আনা হয় এবং মানবিক অপরাধের অজুহাতে তাদের জেলে বন্দী করা হয়।

হিউম্যান রিইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রূথ বলেন, আফগান বিচার বিভাগের কর্মকর্তা সারিয়া আইনের ব্যাখ্যা দিয়ে গ্রেপ্তারের ন্যায্যতা যাচাই এর চেষ্টা করছে।

আটান্ন জন আফগান মাহিলা যারা অত্যাচারের স্বিকার, তাদের সাক্ষাতকার নিয়ে হিউম্যান রিইটস ওয়াচ এই রিপোর্টি তৈরী করেছে।

XS
SM
MD
LG