অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমিকম্পে বিদ্ধস্ত তুরষ্কে যুক্তরাষ্ট্র ত্রাণ সামগ্রী পাঠাবে


ভূমিকম্পে বিদ্ধস্ত তুরষ্কে যুক্তরাষ্ট্র ত্রাণ সামগ্রী পাঠাবে
ভূমিকম্পে বিদ্ধস্ত তুরষ্কে যুক্তরাষ্ট্র ত্রাণ সামগ্রী পাঠাবে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কম্বল, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী তুরষ্কে পাঠাচ্ছে রবিবার প্রচন্ড ভূমিকম্পের যারা শিকার হন তাদের সাহায্যের জন্য।

শুক্রবার পেন্টাগন বলেছে তুর্কী সরকারের কাছ থেকে অবেদন পাওয়ার পর, প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা বিমান যোগে মানবিক সাহায্য প্রেরনের জন্য যুক্তরাষ্ট্র-ইউরোপিয়ান কম্যান্ডকে অনুমোদন দিয়েছেন।

তুরস্কে উদ্ধারকর্মীরা গত রবিবারের ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের প্রায় ১শো ঘন্টার বেশী সময় পর এক কিশোর বালককে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করেছে। দেশের দক্ষিণপূর্বাঞ্চলেই অধিকাংশ ভূমিকম্প হয়।

বৃহষ্পতিবার এরিকস শহরে অন্য এক বালককে উদ্ধারের কয়েকঘনটা পর তারা এই বালকের সন্ধান পায়। তবে সবচাইতে ক্ষতিগ্রস্থ এরিকস শহরে ঠাণ্ডা আবহাওয়া ও তুষারপাতের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয় এবং আরও জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে ।

কর্তৃপক্ষ ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া হাজার হাজার মানুষের দ্রুত সাহা্য্যের ব্যবস্থা করছেন। মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫৭৩এ দাঁড়িয়েছে । আরও প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে ।

জাতিসংঘ শরণার্থী সংস্থা শুক্রবার জানায় তারা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় বিমানযোগে জরুরী সহায়তা পাঠাচ্ছে।

XS
SM
MD
LG