অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাসী তিব্বতী সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লবস্যাং স্যাঙ্গে


Lobsang Sengey, shows his green book as he arrives to cast his vote in Dharmsala, India (File Photo - March 20, 2011)
Lobsang Sengey, shows his green book as he arrives to cast his vote in Dharmsala, India (File Photo - March 20, 2011)

ভারতে প্রবাসী তিব্বতী সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ৪২ বছর বয়স্ক লবস্যাং স্যাঙ্গে। ভারতসহ, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ৮৩ হাজার দেশ ছাড়া প্রবাসী তিব্বতীদের ভোটে তিনি হলেন নতুন প্রধানমন্ত্রী। ধর্মীয় নেতা দালাই লামা বর্তমানে সব রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন – তাই নতুন প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব অনেকখানি বেড়ে গেল।

কলকাতা থেকে রিপোর্ট পাঠিযেছেন গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG