অন্তত চার ব্যাক্তি নিহত হয় যখন সিরিয়ার নিরাপত্তা বাহিনী, শুক্রবার সারাদেশে সমবেত সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গোলাগুলি করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মানবাধিকার গ্রুপ ও প্রত্যক্ষদর্শীরা বলেছে সাগরবর্তী শহর লাটাকিয়ায় ওই মৃত্যু ঘটে।
সরকার নিয়ন্ত্রিত বার্তা মাধ্যমে বলা হয় লাটাকিয়ায়, মুখোশ পরা নাশকতামূলক তত্পরতায় লিপ্ত লোকজন অসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় এবং ডিনামাইট ছোড়ে।
খবরে প্রকাশ, সেনা বাহিনী দক্ষিণের দারা শহরের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলী ছোঁড়ে।
হাজার হাজার সিরিয়াবাসী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবী জানিয়ে শুক্রবার দুপুরে জুম্মার নামাযের পর রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।