অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নেটোর বিমান আক্রমনে অসামরিক লোকজন নিহত হওয়ার পর কার্জাই সতর্ক বার্তা উচ্চারন করেন


আফগানিস্তানে নেটোর বিমান আক্রমনে অসামরিক লোকজন নিহত হওয়ার পর কার্জাই সতর্ক বার্তা উচ্চারন করেন
আফগানিস্তানে নেটোর বিমান আক্রমনে অসামরিক লোকজন নিহত হওয়ার পর কার্জাই সতর্ক বার্তা উচ্চারন করেন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই আমেরিকা ও নেটো বাহিনীর প্রতি চুড়ান্ত সতর্ক বার্তা উচ্চারন করেন।

কর্মকর্তারা বলেছেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নেটোর বিমান আক্রমনে ১৪ জন অসামরিক ব্যাক্তি নিহত হন। নিহতদের সকলেই নারী ও শিশু।

মি কার্জাই ওই গটনার তীব্র সমালোচনা করেন।

কর্তৃপক্ষ বলেছে নাওজাদ জেলায় হেলমান্দ প্রদেশে রবিবার এক আক্রমনে আরও ৬ জন আহত হয়।

প্রাদেশিক গভর্নরের দফতর থেকে বলা হয়েছে আক্রমনে দুটি অসামরিক বাড়িতে আঘাত লাগে। দুই মহিলা, ৫টি মেয়ে এবং ৭টি ছেলে নিহত হয়।

নেটোর এক মুখপাত্র বলেন অসামরিক লোকজন যে হতাহত হয়েছে সে বিষয়ে তিনি অবগত। তিনি বলেন পরিস্থিতি মূল্যায়ন করার জন্য এক যৌথ পরতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং কোয়ালিশন শীঘ্রই আরও তথ্য প্রকাশ করবে।

XS
SM
MD
LG