অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরেইনে শান্তি আলোচনা শুরু হয়েছে


A Bahraini Shi'ite protester holds a sign outside the headquarters of Wefaq, the leading Shi'ite opposition group, in Manama, July 1, 2011
A Bahraini Shi'ite protester holds a sign outside the headquarters of Wefaq, the leading Shi'ite opposition group, in Manama, July 1, 2011

বাহরেইনের সুন্নি শাসকরা শনিবার, কয়েক মাস ধরে প্রশাসন বিরোধী প্রতিবাদ বিক্ষোভের পর, বিরোধী নেতৃবৃন্দের সঙ্গে মীমাংশার আলোচনা শুরু করেছে।

দ্বীপরাষ্ট্রের সর্ববৃহত্ শিয়া বিরোধী দল ওয়েফাক তথাকথিত “জাতীয় সংলাপে” অংশ নেওয়ার বিষয়ে শেষ মুহুর্তে সিদ্ধান্ত নিয়েছে। ওই দল এই উদ্বেগ প্রকাশ করে যে “জাতীয় সংলাপে” বিশ্বাসযোগ্য হবে না সরকার যদি প্রধান বিরোধী নেতাদের কারাবন্দী রাখা অব্যাহত রাখে।

ওয়েফাক দলের ১৮ জন আইন প্রনেতা মার্চ মাসে সংসদের ৪০ সদস্যের নিম্ন সভা থেকে পদত্যাগ করেন। সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের গনতন্ত্রপন্থী প্রতিবাদ বিক্ষোভের উপর সরকারের দমন অভিযানের সময় তারা পদত্যাগ করেন।

বাহরেইন সরকার বলেছে “জাতীয় সংলাপে” রাজনীতি, অর্থনীতি এবং মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা হবে।

XS
SM
MD
LG