পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী পর্যায়ে ১৯জন বামকর্মী নিহত হয়েছে।
সি পি এম জানিয়েছে - পশ্চিমবঙ্গে নির্বাচনের পর, এ পর্যন্ত ১৯ জন বামকর্মী নিহত হয়েছে । মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধান সভায় যে সংখ্যা প্রকাশ করেছেন, তা সঠিক নয় বলে দাবী করলেন সি পি এম-এর একজন সদস্য রবীন দেব ।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।