অ্যাকসেসিবিলিটি লিংক

বিন লাদেন মৃত: প্রেসিডেন্ট ওবামা


Bin Laden
Bin Laden

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঘষোণা করেছেন যে বিশ্বে যে সন্ত্রাসীকে সবচাইতে বেশি খোঁজ করা হচ্ছিলো সেই আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন, পাকিস্তানের গভীরে একটি বাসভবনের চত্বরে, রবিবার, যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে নিহত হয়েছে।

হোয়াইট হাউসে রবিবার রাতে, দেশ ব্যাপী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে, মি ওবামা ওই ঘোষণা করেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়দার কর্মীদের মারাত্নক এক হামলার ১০ বছর পর এই ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের বাহিনী সৌদী এই সন্ত্রাসীকে তখন থেকে খোঁজ করছিল।

মি ওবামা বলেন বিন লাদেন কোন মুসলিম নেতা ছিলেন না, তিনি ছিলেন “মুসলমানদের গন হত্যাকারী”। প্রেসিডেন্ট বলেন পাকিস্তানি গোয়েন্দার সাহায্যে বিন লাদেনের খোঁজ পাওয়া গেছে।

XS
SM
MD
LG