অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভে অন্তত ১৩ জন নিহত হয়


সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভে অন্তত ১৩ জন নিহত হয়
সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভে অন্তত ১৩ জন নিহত হয়

সিরিয়ান বাহিনী সরকার বিরোধী প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ করে এবং তাতে অন্তত ১৩ জন নিহত হয়।

মানবাধিকার কর্মীরা বলেন শুক্রবার দামেষ্কের উপকন্ঠ সহ উত্তেজনাপূর্ন হোম্স এলাকায় ওই মৃত্যু ঘটে।

সক্রিয় কর্মীরা বলেন তারা পুনরায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবী জানাচ্ছেন এবং “অবমাননার চাইতে মৃত্যু” এই ধ্বনি তুলে প্রতিবাদ বিক্ষোভ করছে।

হামা প্রদেশের অ্যাটর্নি জেনারেল আদনান বাকুরের বাড়ির বাইরে একটি সমাবেশ হয়।

বুধবার প্রকাশিত এক ভিডিওতে আদনান বাকুর বলেন নিরাপত্তা বাহিনী গনতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সরকারের মারাত্মক দমন অভিযানের কারণে তিনি পদত্যাগ করেছেন। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সানা সংবাদ সংস্থা বলেছে পদত্যাগের বার্তাটি মিথ্যে। তারা বলেছে সসস্ত্র সন্ত্রাসী গ্রুপ এ সপ্তাহের গোড়ার দিকে বাকুরকে অপহরন করে এবং ওই মন্তব্য করতে বাধ্য করে।

XS
SM
MD
LG