অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার পক্ষে ইরাক থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব নয়ঃ ডঃ জিল্লুর রহমান খান


ডঃ জিল্লুর রহমান খান দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক বিষয়ে একজন বিশিষ্ট রাজনৈতিক সমীক্ষক। তিনি যুক্তরাষ্ট্রের Wisconsin বিশ্ববিদ্যালয়ের Rosebush Professor Emeritus এবং একই বিশ্ববিদ্যালয়ের International Political Science-এর সাবেক অধ্যাপক।

সম্প্রতি ইরাকে যে যুক্তরাষ্ট্রের যোদ্ধৃ মিশনের আনুষ্ঠানিক অবসান হলো সে বিষয়ে তাঁর বক্তব্য রাখেন। তিনি বলেন ইরাকীদের সহায়তার জন্য সেখানে ৫০হাজার আমেরিকান সেনা রয়ে যাবে। এবং প্রায় এক লক্ষ কন্ট্রাকটর থাকছেন নানা কাজে নিয়োজিত। তাই আমেরিকা অত সহজে সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারছেনা।

ডঃ জিল্লুর রহমান খান বলেন ইরাকীরা একদিকে তাদের সার্বভৌমত্ব ফিরে পেলো কিন্তু এখন তারা নিজেদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন। শিয়া, সুন্নি, কুর্দী সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা ও সম্পদ বন্টনের লড়াই এমনি হজারো সমস্যা তাদের সামনে।

XS
SM
MD
LG