অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষাবিদ ডক্টর আরিফা রহমান ওয়াশিংটনে টিসলের সম্মেলনে যোগ দেন


ডক্টর আরিফা রহমান
ডক্টর আরিফা রহমান

ডক্টর আরিফা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাংগোয়েজেস এর অধ্যাপক। টিচার্স অফ ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাংগোয়েজেস (টিসল) এর এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি সম্প্রতি ওয়াশিংটনে এসেছিলেন।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি ওই সম্মেলন, ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাংগোয়েজেস এর কার্যক্রম এবং বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন বেলটার আসন্ন সম্মেলন সম্পর্কে বক্তব্য রাখেন।

ডক্টর আরিফা রহমান বলেন ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাংগোয়েজেসে তারা ফোকাস করেন ইংরেজী ভাষা শিক্ষার উপর। তিনি বলেন তারা এ ক্ষেত্রে ইন্টার অ্যাক্টিভ মাধ্যম ব্যবহার করেন। তিনি বলেন ইন্সটিটিউটের একটা উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে সেখানে ইংরেজী ভাষা শিক্ষা প্রদানে এমই ডিগ্রী দেওয়া হয়।

ডক্টর রহমান বলেন বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন বেলটা, টিসলের অ্যাফিলিয়েট বা অঙ্গসংগঠন এবং তিনি অ্যাফিলিয়েট লিডার হিসেবে টিসলের সম্মেলনে যোগ দেন। তিনি কর্মশালায় অংশ নেন। ডক্টর রহমান মোবাইল টেলিফোনে ইংরেজী ভাষা শেখানোর এক প্রকল্পের বিষয়ে একটা গবেষণা পেপার উপস্থাপন করেন।

মে মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত বেলটার আন্তর্জাতিক সম্মেলন হবে ঢাকায়।

XS
SM
MD
LG