অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা গানের বিবর্তন : ঈদের গান


বাংলা গানের বিবর্তন : ঈদের গান
বাংলা গানের বিবর্তন : ঈদের গান

বাংলা গানের বিবর্তন এই ধারাবাহিক অনুষ্ঠানের এই পর্বে আমরা প্রচার করেছি কাজী নজরুল ইসলামের বহুল পরিচিত ঈদের গান , রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। নজরুলের এই গানটি প্রায় ঈদের পরিচিতি সঙ্গীতে পরিণত হয়েছে। এই গানে যেমন আনন্দের অনাবিল আমেজ আছে , তেমনি আছে ত্যাগের মহিমাও । যখন কবি লেখেন , "তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন ইসলামি তাগিদ" এই লাইনে সেই ত্যাগের কথা উচ্চারিত হয়েছে যা ইসলামের মহিমার অংশ। এই গানটি বহু শিল্পিই গেয়েছেন , তবে আমরা এখানে প্রচার করছি সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান। এই গানটির পুরো অংশই এখানে গাওয়া হয়েছে।

XS
SM
MD
LG