অ্যাকসেসিবিলিটি লিংক

ভিটামিন ডি রোগ প্রতিরোধে অপরিহার্য


ভিটামিন ডি রোগ প্রতিরোধে অপরিহার্য
ভিটামিন ডি রোগ প্রতিরোধে অপরিহার্য

বিজ্ঞানীরা বলেন, ভিটামিন ডির অভাব অথবা শরীরে যদি তা খুব কম পরিমাণে থাকে, কেউ যদি নিয়মিত সূর্যের আলোয় না যায়, পুষ্টির অভাব থাকে, তা হলে অনেক ধরণের অসুখ-বিসুখের ঝুঁকি দেখা দেয়।

তবে অটোইম্যিউন রোগ যেমন মাল্টিপল স্লেরোসিস বা এম এস, শিশুদের ডায়বেটিস, সেই সঙ্গে কয়েকধরণের ক্যান্সার রোগের ক্ষেত্রে এই ভিটামিন ডি কিভাবে তার ঝুঁকি কমাতে পারে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

বৃটিশ ও কানাডীয় কয়েকজন চিকিত্সা গবেষক ভিটামিন ডির কার্যকারিতা উপকারিতার বিষয়ে গবেষণার জন্য এক জেনেটিক ম্যাপ তৈরী করেছেন। এবং ২ হাজার ৭শোটি ক্ষেত্র চিহ্ণিত করেছেন, যেখানে ডি ভিটামিনের অনুকুল প্রভাব দেখা যায়। তারা দেখতে পান যে ভিটামিন ডি ২২৯টি জিনের ওপর সরাসরি কার্যকর প্রভাব রাখছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলকাম ট্রাস্ট সেন্টার ফর হিউম্যান জেনেটিক্স-এর ডঃ শ্রীরাম রামাগোপালান এই সমীক্ষা পরিচালনা করেন।

তিনি বলেন, এমন হতে পারে যে ভিটামিন ডির অভাব থেকে এইসব রোগের উত্পত্তি হয়। ডাক্তার রামাগোপালান বলেন, এইসব তথ্য প্রমান থেকে ভিটামিন ডি সম্পর্কে এই ধরণের গবেষণার ক্ষেত্রে জোরালো সমর্থন পাওয়া যায়।

XS
SM
MD
LG