অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যামট্রামেক, মিশিগানের বিশিষ্ট সমাজকর্মী কামাল রাহমানের সাক্ষাত্কার


কামাল রাহমান
কামাল রাহমান

কামাল রাহমান, মিশিগান রাজ্যের ডেটরয়েটের স্থানীয় সরকারে কাজ করেন। তিনি হ্যামট্রামেক শহরে সমাজ কল্যাণমূলক তত্পরতায় খুবই সক্রিয়।

কামাল রহমান বলেন হাই স্কুলে পড়ার সময় থেকেই তার ইসলাম বিষয়ে স্কলারদের সংস্পর্শে আসার সুযোগ হয়। তিনি তখনই উপলব্ধি করেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন লোক, বিভিন্ন গোষ্ঠি পরিচালনা করেন কিন্তু সকলের বার্তা একই। ১৯৯০ সাল থেকেই তিনি ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট। তিনি ওই সংগঠনের মিডিয়া বিভাগের সঙ্গে সম্পৃক্ত।

মি রহমান সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিষ্ঠান এন এ এ সি পি’র (NAACP) মিশিগান চ্যাপটারের প্রথম এশীয় বংশদ্ভুত প্রেসিডেন্ট। কামাল রহমান মনে করেন এই সংগঠনটি নাগরিক অধিকারের ক্ষেত্রে যে সব সাফল্য অর্জন করেছে, বাংলদেশি সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় তার ইতিবাচক ফলাফল ভোগ করছেন।

কামাল রহমান বর্তমানে ডেটরয়েট ওয়াটার ও সয়েরেজ বিভাগে একজন ব্যাবস্থাপক হিসেবে কাজ করছেন।

XS
SM
MD
LG