অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা: আনোয়ার আল আওলাকির হত্যা আরব উপদ্বীপে আল কায়দার ওপর এক বড়ধরণের আঘাত


ওবামা: আনোয়ার আল আওলাকির হত্যা আরব উপদ্বীপে আল কায়দার ওপর এক বড়ধরণের আঘাত
ওবামা: আনোয়ার আল আওলাকির হত্যা আরব উপদ্বীপে আল কায়দার ওপর এক বড়ধরণের আঘাত

এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকায় জন্মগ্রহণকারী আল কায়দা সদস্য আনোয়ার আল আওলাকির হত্যাকে আরব উপদ্বীপে আল কায়দার ওপর এক বড়ধরণের আঘাত বলে বর্ণনা করেছেন।

বিভিন্ন খবরে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা – জর্জ ডব্লু বুশ প্রশাসনের অধীনে সি আই এ এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্রতি বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা সন্ত্রাসী তত্পরতায় জড়িত বলে জোর তথ্যপ্রমান রয়েছে, তাদের হত্যা করার যে নীতি গ্রহণ করেন, সেই নীতি অনুসরণ করে যান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারী জে কার্নে বারবার আওলাকির মৃত্যু সম্পর্কে এবং মিঃ ওবামা তা অনুমোদন করেছিলেন কিনা, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন। তিনি বলেন ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই সন্ত্রাসী যে সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছিল, অতীতে ষড়যন্ত্র করেছে এবং আমেরিকানদের ও আমেরিকান স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল সে এখন মৃত। তবে আমি কোন ভাবেই এই মৃত্যুর ঘটনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবো না’।

XS
SM
MD
LG