অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বন্দুকধারীরা সাত জন শিয়া মুসলমানকে হত্যা করেছে


Firefighters spray water on damaged vehicles at the site of a car bomb blast in Quetta, August 31, 2011
Firefighters spray water on damaged vehicles at the site of a car bomb blast in Quetta, August 31, 2011

পাকিস্তানে কর্তৃপক্ষ বলেছে বন্দুকধারীরা দেশের উত্তরপশ্চিম উপজাতীয় অঞ্চলে সাত জন শিয়া মুসলমানকে হত্যা করেছে।

নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য ছিলেন। তারা বৃহষ্পতিবার কুররাম উপজাতীয় এলাকা দিয়ে যাচ্ছিলেন যখন তাদের উপর আক্রমন চালানো হয়।

ওই আক্রমনের দায় এখনও কেউ স্বীকার করেনি। স্থানীয় কর্মকর্তারা বলেন তারা সন্দেহ করছে এটা সাম্প্রদায়িক আক্রমন ছিল এবং পাকিস্তানের শিয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে তা চালানো হয়।

বুধবার কোয়েটাতে ১০ জন নিহত হয়। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদ থেকে শত শত মানুষ যখন বার হচ্ছিলেন তখন সন্দেহভাজন এক বোমা আক্রমনকারী আঘাত হানে।

XS
SM
MD
LG