এবারের ঈদ আপনাদের কেমন কাটলো ? পৃথিবীর নানা দেশে বসবাসরত আমাদের শ্রোতারা কে কিভাবে ঈদ পালন করছেন? বাংলাদেশে ঈদের ছুটিতে বাড়ি যাবার সময় যানবাহন সংকটের কি অবস্থা? যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে বাংলাদেশে কি প্রয়োজন? এসব বিষয় নিয়ে আজকের হ্যালো ওয়াশিংটনে অতিথিদের মধ্যে ছিলেন দূর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক, বুয়েটের অধ্যাপক শামসুল হক আর জনপ্রিয় সংগীত শিল্পী কাদেরী কিবরিয়া। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কাদেরী কিবরিয়ার খোলা গলায় গান একটি বাড়তি পাওনা। ঢাকা থেকে আইনের শিক্ষক আসিফ নজরুলও তার মতামত দিয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আহসানুল হক।