অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক আলোচনার আহ্বান জানিয়েছে, ক্ষেপনাস্ত্র পরীক্ষা বিলম্বিত করেছে


সাইদ জালিলি
সাইদ জালিলি

ইরান তাদের বিতর্কিত পারমানবিক কার্যক্রম বিষয়ে নতুন এক দফার আলোচনার প্রস্তাব দিয়েছে। ওদিকে তারা যে বলেছিলো যে শনিবার দীর্ঘ পাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হবে তা বিলম্বিত করা হয়েছে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত ইরনা সংবাদ সংস্থা বলেছে পারমানবিক বিষয়ে আলোচক সাইদ জালিলি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য এবং জার্মানি, যারা পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত তাদের আমন্ত্রন জানিয়েছেন, আলোচনায় ফিরে যাওয়ার জন্য।

পি ফাইভ প্লাস ওয়ান ইরানের সঙ্গে শেষ বৈঠক করে জানুয়ারি মাসে। সেই বৈঠক শেষ হয় কোন মতৈক্য ছাড়া। সেই সময় জালিলি বলেন তেহরান ইউরেনিয়াম পরিশোধন সহ তাদের পারমানবিক প্রযুক্তি রাখার অধিকার বজায় রাখবে।

XS
SM
MD
LG