যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গর রাজ্যের স্যান ফ্রানসিস্কোর অদূরে বে এরিয়াতে , আগামি নামের বাংলাদেশীদের একটি ব্যতিক্রমী অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। বিশেষত সমাজের নিম্নবর্গের লোকজনের মধ্যে শিক্ষার আলো পৌছে দেবার জন্যে তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের সাক্ষাৎপর্বে রয়েছেন ঐ সংগঠনের দুজন সদস্যা , ফারজানা সুলতানা , আগামীর বোর্ড সদস্যা আর মুরশিদা চৌধুরী যিনি বর্তমানে আগামির তহবিল সংগ্রহের সঙ্গে জড়িত। সহকর্মি আনিস আহমেদ বেশ কয়েক মাস আগে স্যান ফ্রানসিস্কো সফরের সময়ে এই সাক্ষাৎকারটি নেন। শুনুন , তা হলে ..