অ্যাকসেসিবিলিটি লিংক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার উদ্যোগ রাজনৈতিক সুবিধাবাদের পরিচয়- আসিফ নজরুল


বাংলাদেশে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সুপারিশ করেছে । এর আগে সুপ্রীম কোর্ট বলেছে, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ । তবে সুপ্রীম কোর্টের আদেশে এ কথাও বলা হয় যে দেশ ও জনগনের প্রয়োজনবোধে এই ব্যবস্থা আরও দুই মেয়াদে কার্যকর রাখা যেতে পারে ।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক আসিফ নজরুল তার মতামত ব্যক্ত করেছেন । আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার উদ্যোগকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেন । তার সাক্ষাতকার নিয়েছেন রোকেয়া হায়দার ।

XS
SM
MD
LG