অ্যাকসেসিবিলিটি লিংক

ম্লাদিচ ‘জঘন্য’ অভিযোগে দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান


Wartime Bosnian Serb army chief Ratko Mladic gestures at his long-awaited first appearance before a U.N. judge in The Hague, June 3, 2011
Wartime Bosnian Serb army chief Ratko Mladic gestures at his long-awaited first appearance before a U.N. judge in The Hague, June 3, 2011

সাবেক বসনীয় সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ হেগ শহরে জাতি সংঘের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো উপস্থিত হন কিন্তু তিনি দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে জঘন্য বলে আখ্যায়িত করেন।

ম্লাদিচ শুক্রবার আদালতের তিন বিচারককে বলেন তিনি তার জনগনকে ও দেশকে রক্ষা করেছেন ১৯৯০ এর দশকে যুদ্ধের সময়। ওই যুদ্ধের ফলে ইউগোস্লাভিয়া বিভাজিত হয়। ম্লাদিচের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ১৯৯৫ সালের স্রেবরেনিচ্চায় ৮০০০ মুসলমান পুরুষ ও ছেলেকে হত্যা করার জন্য দায়ী।

ম্লাদিচ আদালতকে বলেন তিনি চান না যে আদালতে তার বিরুদ্ধে অনিত অভিযোগ পড়ে শোনানো হোক। কিন্তু বিচারক আলফোন্স ওরি ওই আবেদন অগ্রায্য করে অভিযোগ পড়ে শোনান।

বিচারক ওরি ৪ঠা জুলাই ম্লাদিচের পরবর্তি শুনানির তারিখ ধার্য করেন।

XS
SM
MD
LG