যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন তারা এই খবরের সত্যতা যাচাই করেছেন যে অন্ধ চীনা সক্রিয় কর্মী চেন গুয়াংচেং তার পরিবারের সঙ্গে চীন ছেড়ে চলে যেতে চান। এর একদিন আগে মতবিরোধী যুক্তরাষ্ট্রের দূতাবাস ছেড়ে যান। সেখানে তিনি আশ্রয় চেয়েছিলেন। তিনি বাড়িতে গৃহবন্দী ছিলেন এবং বাড়ি ছেড়ে পালিয়ে যান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বৃহস্পতিবার বলেন যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চেনের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। চেন এখন চীনা তত্ত্বাবধানে বেজিং এ একটি হাসপাতালে আছেন। বুধবার চেন যুক্তরাষ্ট্রের দূতাবাস ছেড়ে যান চীনা সরকারের সঙ্গে একটি চুক্তির অধিনে। ওই মতৈক্যে কর্তৃপক্ষ তার নিরাপত্তা নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান কলাকৌশল নিরাপত্তা সংলাপ এর উদ্বধনিতে বলেন যে "আমাদের সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার গুরুত্বের প্রশ্ন তুলছে। আমরা মনে করি যে, সব সরকারকে তাদের নাগরিকদের মর্যাদা পাওয়ার আকাংখার জবাব দিতে হবে এবং কোন দেশের আইনের শাসন ও অধিকার লঙঘন করা উচিত্ নয়।"।