লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ বলেছে তারা একটি সর্বচ্চ নিরাপত্তা কমিটি গঠন করেছে যেটি ত্রিপোলিকে রক্ষা করবে।
জাতীয় অন্তর্বর্তী পরিষদ এনটিসির সদস্য আলী তারহুনি শনিবার ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন কমিটি কাজ করবে যাতে রাজধানীর সরকারি ও বেসরকারি ক্ষেত্র রক্ষা করা যায় এবং মোয়াম্মর গাদ্দাফির অনুগতদের বাদবাকি যারা আছে তাদের নির্মুল করা যায়।
এনটিসি তাদের সদর দফতর বেনগাজি থেকে ত্রিপোলিতে স্থানান্তরনের সিদ্ধান্তের পরপরই কমিটির কথা ঘোষণা করা হলো।