নেটোর সূত্রে বলা হয় আফগান পুলিশের পোশাক পরা এক ব্যাক্তি আফগানিস্তানের পুর্বাঞ্চলে তাদের বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করে।
আন্তর্জাতিক বাহিনী বিস্তারিত কিছু বলেনি। তারা তদন্ত করছে বলে জানানো হয়। এটা এখনও সুস্পষ্ট নয় যে হামলাকারী সত্যি পুলিশ অফিসার ছিল না ছদ্মবেশে ছিল।
আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা অথবা আফগান পুলিশ বা সামরিক ইউনিফর্ম পরনে ব্যাক্তিরা যে বেশ কয়েকটি আক্রমন চালায়, নেটো সেনার উপর আক্রমন তারই সর্ব সাম্প্রতিক ঘটনা।
নেটো সূত্রে আরও বলা হয় বৃহষ্পতিবার কোয়ালিশন বাহিনীর আরেক সদস্য পুর্বাঞ্চলে বিদ্রোহীদের আক্রমনে নিহত হয়।