অ্যাকসেসিবিলিটি লিংক

চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “একতরফা” নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে


চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “একতরফা” নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে
চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “একতরফা” নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে

ইরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের কড়া সমালোচনা করেছে, চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রকর মুখপাত্র হং লেই, বেইজং এ সংবাদদাতাদের বলেন যে নিষেধাজ্ঞা নয়, আলোচনা আর সংলাপই হচ্ছে, উত্তেজনা হ্রাস করে বিবাদ নিস্পত্তির সবচেয়ে ভাল উপায়।

তিনি বলেন যে চীন একদেশের অভ্যন্তরীণ আইনকে আন্তর্জাতিক আইনের ঊর্দ্ধে স্থান দেওয়া এবং অন্য দেশে একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।

হং স্বীকার করেন যে ইরানের সঙ্গে চীনের তার কথায় নিয়মিত, খোলামেলা এবং স্বচ্ছ অর্থনৈতিক ও জ্বালানি বিষয়ক সম্পর্ক রয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লংঘন নয় এবং তা তৃতীয় পক্ষের স্বার্থের প্রতিকুল ও নয়। তিনি বলেন যে সর্বসাম্প্রতিক নিষেধাজআয় এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যে সব আর্থিক প্রতিষ্ঠান লেন দেন করে তাদের বিরুদ্ধে গেল সপ্তায় যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির ক্ষমতা খর্ব করতে পারে।

XS
SM
MD
LG