অ্যাকসেসিবিলিটি লিংক

চীন বলছে ভিন্ন মতাদর্শী চাইলে বিদেশে পড়াশুনা করতে পারেঃ ক্লিনটনের দৃষ্টিতে অগ্রগতি


চীন বলছে ভিন্ন মতাদর্শী মানবাধিকারকর্মী চান গুয়াংচেং চাইলে বিদেশে পড়াশুনার জন্য আবেদন করতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে কূটনৈতিক সঙ্কট দেখা দিয়েছিল তা থেকে বেরিয়ে আসার সম্ভাব্য একটা ইংগিত দেখা যাচ্ছে।

চান গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে বেজিংএ যুক্তরাষ্ট্রের দুতাবাসে যান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, শুক্রবার বেজিংএ সংবাদিকদের বলেন, তিনি চানের এই মামলায় অগ্রগতি দেখতে পাচ্ছেন চীনের এ উদারতায় ‘উৎসাহব্যাঞ্জক’ বলে প্রসংশা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী বাত্সরিক উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য এখন চীনের রাজধানী বেজিং এ আছেন। তবে চানের এই পরিস্থিতিতে তা ব্যাপক ভাবে ঢাকা পরে গিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ উইমিং এর আগে বলেন, “চান চাইলে বিদেশে পড়াশুনার জন্য আবেদন করতে পারেন এবং দেশ ত্যাগ করতে পারেন । যেমনটি করে থাকেন চীনের অন্যান্য নাগরিকরা”।

XS
SM
MD
LG