অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে, সিরিয়ান বাহিনীর হাতে ১৩ জন নিহত


সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে, সিরিয়ান বাহিনীর হাতে ১৩ জন নিহত
সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে, সিরিয়ান বাহিনীর হাতে ১৩ জন নিহত

সক্রিয় কর্মীরা বলেছে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। ওদিকে সাপ্তাহিক শুক্রবারের প্রতিবাদ বিক্ষোভে হাজার হাজার প্রতিবাদকারী যোগ দিয়েছে। সরকার আরব লিগের শান্তি উদ্যোগ গ্রহণ করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে, কেউ নিহত হয়েছে সেই খবর অস্বীকার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন আগামী দিনগুলোতে যারা অস্ত্র সমর্পণ করবে তাদের ক্ষমা মঞ্জুর করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রী ভিক্টোরিয়া ন্যুল্যান্ড শুক্রবার সিরিয়ানদের এই পরামর্শ দেন যে তারা যেন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন না করে।

সক্রিয় কর্মীরা বলেছে নিরাপত্তা বাহিনী রাজধানী দামেস্কের উপকন্ঠে এবং হোম্সে অধিকাংশ লোকে হত্যা করেছে।

বৃহষ্পতিবার হোম্সে অন্তত ১২জনের মৃত্যুর জন্য সক্রিয় কর্মীরা সরকার পন্থী বাহিনীকে দোষারোপ করেছে।

সরকার ও বিরোধীদের মধ্যে সহিংসতা বন্ধ করে আলোচনা শুরু করার লক্ষ্যে, বুধবার, আরব লীগের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি প্রনয়ন করা হয়।

ওই পরিকল্পনায় সিরিয়ান কর্তৃপক্ষকে তাত্ক্ষনিক রাস্তাঘাট থেকে সৈন্য প্রত্যাহার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার এবং প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার পর থেকে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

XS
SM
MD
LG