সিরিয়ায় হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে সমাবেশ করে। ওদিকে নিরাপত্তা বাহিনী, মতবিরোধীদের বিরুদ্ধে তাদের দমন অভিযানের মাত্রা আরও সম্প্রসারিত করেছে।
প্রত্যক্ষদর্শী ও মতাদর্শ সংগ্রামীরা বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবী জানিয়ে জনগন বিক্ষোভ করছিলো। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী তাজা গুলি চালায়। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। তারা বলেছে – রাজধানী দামেস্কের কাছেই বেশীরভাগ মানুষ প্রাণ হারায়। সেখানে হাজার হাজার মানুষ জুম্মার নামাযের পর রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে ।
প্রতিবাদকারীরা হোম্স, দারা, দায়ের আল যুর এবং কামিশলি সহ অন্যান্য শহরেও সমাবেশে মিলিত হয়।রবিবার থেকে সামরিক বাহিনী হামা শহরটি অবরোধ করে রেখেছে।