যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহষ্পতিবার নিউ ইয়র্কে, ধ্বংশ হয়ে যাওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থান পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পন করছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী কয়েকদিন আগে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করেছে।
প্রেসিডেন্ট নিউ ইয়র্কে যান ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী আক্রমনের যারা শিকার হন তাদের সম্মান জানানোর জন্য। গ্রাউন্ড জিরোতে এক অনুষ্ঠানে তিনি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো অনুষ্ঠানে যোগ দেন।
মি ওবামা ২০০১ সালে আল কায়দার আক্রমনে যারা নিহত হন তাদের আত্বীয় স্বজনদের সঙ্গে একান্তে সাক্ষাত্ করেন।
১১ই সেপ্টেম্বারের আক্রমনের যারা শিকার হন ওবামা তাদের সম্মান জানান
