অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে আত্মঘাতি বোমা বিষ্ফোরণে ২২ জন নিহত হয়েছে


আফগানিস্তানের দক্ষিনাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন যে নেটোর বিমান ঘাঁটির কাছে আত্মঘাতি বোমারুদের আক্রমনে ২২ জন অসামরিক মানুষ নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বুধবার কান্দাহার প্রদেশে ঐ স্থাপনার ভেতরে প্রবেশের জন্য ট্রাক চালক এবং অন্যান্যরা যখন অপেক্ষা করছিল তখন একজন মটোর সাইকেল চালক প্রথম বিষ্ফোরণটি ঘটায়। হতাহতদের সাহায্যের জন্য মানুষ এগিয়ে আসলে ঐ সময় একটি ছোট দোকানের সামনে দ্বিতীয় বিষ্ফোরণটি ঘটে।

বিষ্ফোরণে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে। কান্দাহারের বিমান ঘাঁটিটি হচ্ছে যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন বাহিনীর একটি বড় ঘাঁট।

তাতক্ষনিকভাবে বিষ্ফোরণের দায়িত্ব কেউ স্বিকার করেনি তবে নেটো বুধবার অসামরিক জনগণকে ক্রমাগত হত্যা করার জন্য তালিবানদের দোষারোপ করে বলেছে যে তারা যা করছে সেটা আফগানিস্তানের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত হুমকি স্বরুপ।

XS
SM
MD
LG