অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফিপন্থী বাহিনী সহ কনভয় প্রতিবেশি দেশ নাইজারের রাজধানীর দিকে এগুচ্ছে।


গাদ্দাফিপন্থী বাহিনী সহ কনভয় প্রতিবেশি দেশ নাইজারের রাজধানীর দিকে এগুচ্ছে।

লিবিয়ার মোয়াম্মর গাদ্দাফির অনুগত সেনা সহ অন্তত ২০০ মোটরযানের একটি কনভয় প্রতিবেশি দেশ নাইজারে প্রবেশ করেছে। ওদিকে গাদ্দাফি বিরোধী যোদ্ধারা ক্ষমতাচ্যুত নেতার অন্যতম শক্তঘাঁটির বাইরে সমবেত হওয়া অব্যাহত রেখেছে।

মঙ্গলবার নাইজার থেকে পাওয়া রিপোর্টে জানা গেছে সামরিক যানবহর সোমবার রাতে নাইজারে প্রবেশ করে, রাজধানী নিয়ামের দিকে যাচ্ছে। নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে বার্কিনা ফাসোর কাছে রাজধানী অবস্থিত। বার্কিনা ফাসোর কর্মকর্তারা দু সপ্তাহ আগে মি গাদ্দাফিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে।

মি গাদ্দাফির নিরাপত্তা ব্রিগেডের প্রধান এবং অন্যান্যরা কনভয় যাওয়ার আগেই নাইজারে গেছে।

মি গাদ্দাফি কোথায় আছেন সেটা এখনও সবার জানা নেই।

XS
SM
MD
LG