মালাউইর ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্ডা শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। মালাউইর সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট মারা গেলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নেবেন। তিনি হলেন মালাউইর প্রথম মহিলা প্রেসিডেন্ট।
মালাউইর প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মারা যান।
ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্ডা জনগনকে শান্ত থাকার আহ্বান জানান। শনিবার মিস বান্ডা সাংবাদিকদের বলেন পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সম্প্রচারকরা পরবর্তি ১০ দিন নিরানন্দ সঙ্গিত পেশ করবেন।
মালাউই রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার শনিবার সকালে এই খবরের সত্যতা যাচাই করেছে যে প্রেসিডেন্ট মুথারিকা মারা গেছেন। দুদিন পর্যন্ত তার মৃত্যর অসমর্থিত খবর শোনা যাচ্ছিল।