অ্যাকসেসিবিলিটি লিংক

সাংহাইয়ের সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র ও চীনর তেজস্ক্রিয় নির্ণয় পদ্ধতির সূচনা


সাংহাইয়ের সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র ও চীনর তেজস্ক্রিয় নির্ণয় পদ্ধতির সূচনা
সাংহাইয়ের সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র ও চীনর তেজস্ক্রিয় নির্ণয় পদ্ধতির সূচনা

যুক্তরাষ্ট্র ও চীন সাংহাইয়ের সমুদ্রবন্দরে একটি তেজস্ক্রিয় নির্ণয় পদ্ধতির সূচনা করেছে যেটি হচেছ অস্ত্র নির্মাণে সক্ষম পারমানবিক পন্যের অবৈধ চলাচল রোধ করার আন্তর্জাতিক প্রচেষ্টারই অংশ।

এই পদ্ধতিতে ইয়াংশানের গভীর জলের বন্দরে মালবাহী জাহাজের স্ক্রিনিং করা হবে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে উদ্যোগে বিশ্বের ১০০ টি বৃহৎ সমুদ্রবন্দরে স্ক্যানিং যন্ত্র বসানোর কথা এই পদক্ষেপ ছিল তারই অংশ। ২০১৫ সাল নাগাদ ৫০ শতাংশ জাহাজ চলাচলকে এই নিরীক্ষার আওতায় নিয়ে আসা হবে।

এই পদ্ধতি উদ্বোধনের অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রের জাতীয় পারমানবিক নিরাপত্তা প্রশাসক টমাস দ্য আগোস্তিনো, পারমানবিক সন্ত্রাস রোধে চীন সরকারের প্রতিশ্রতির প্রশংসা করেন। তিনি বলেন, চীন সরকার বাস্তবেই সামনের দিকে এগুচ্ছে এবং কেবল যে চীনের নিরাপত্তা নিশ্চিত হবে তাই নয় বরঞ্চ এই অঞ্চলের দেশগুলির এবং বিশ্বব্যাপী নিরাপত্তা ও নিশ্চিত করবে।

XS
SM
MD
LG