২০১১ সালের নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসান সারলিফ, লাইবেরিয়ার শান্তিকর্মী লেইমাহ বোয়ী এবং ইয়েমেনের নারী অধিকার প্রবক্তা তাওয়াক্কুল কারমান।
নরওয়ের নোবেল কমিটি শুক্রবার অসলোতে ঘোষণা করেন এই বলে যে এই ৩ মহিলা ওই পুরষ্কার যুগ্ম ভাবে পাবেন “নারী অধিকার ও মহিলাদের নিরাপত্তার জন্য তাদের অহিংশ সংগ্রামের জন্য”।