প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাপ্তাহিক ভাষণে উল্লেখ করেছেন যে গাড়ি নির্মাণ শিল্পে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। এ সম্পর্কে গাড়ি নির্মাণ শিল্পের একজন বিশেষজ্ঞ, সাইমন বারোই তার মতামত ব্যাক্ত করেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে।
সাইমন বারোই, মিশিগান রাজ্যের, ডেট্রয়েটে, কন্টিনেনটাল অটোমটিভ সিসটেম কম্পানিতে স্ট্র্যাটেজিক সেল্স, প্ল্যানিং অ্যান্ড ফোরক্যাস্টিং বিভাগের ম্যনেজার। তিনি দীর্র্ঘদিন গাড়ি নির্মান শিল্পে কাজ করছেন।
বর্তমানে গাড়ি নির্মাণ শিল্পের পরিস্থিত সম্পর্কে মি বারোই বলেন গাড়ি নির্মাণ শিল্প খুবই ভাল করছে। যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্ কম্পানি, ক্রাইসলার, জেনারেল মোটোর্স এবং ফোর্ড, সব কটি কম্পানির বিক্রয় ভাল হয়েছে। তিনি বললেন যে ২০১১ সালে শুধু আমেরিকাতেই ১ কোটি ২৭ লক্ষ গাড়ি বিক্রী হয়েছে। তিনি বলেন গত ৩ বছরে এত উন্নতি হয়েছে সেটা সুসংবাদ।
সাইমন বারোই মনে করেন, এ বছর অর্থাত্ ২০১২ সালে এই ধারা অব্যাহত থাকবে।