অ্যাকসেসিবিলিটি লিংক

আজ আন্তর্জাতিক নারী দিবস


বিশ্বের বিভিন্ন দেশে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে , ব্যবসায় , রাজনীতিতে , শিক্ষায় নারীদের অর্জনের কথা তুলে ধনরা হচ্ছে। তবে জাতিসংঘের মহাসচিব বান কী মুন বলেছেন যে এই সব অর্জন পর্যাপ্ত নয়।

আজ এক বিবৃতিতে , জাতিসংঘ প্রধান সতর্ক করে দেন যে পুরুষের মতো বিশ্বব্যাপী নারী ও মেয়েদের সমান মৌলিক অধিকার ও স্বাধীনতা পেতে এখন ও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। মহাসচিব বলেন যে অসাম্য হচ্ছে গ্রামে নারী ও মেয়েদের জন্যে সব চেয়ে বড় সমস্যা যারা কী না বিশ্বের জনসংখ্যা রএক চতুর্থাংশ।

জাতিসংঘ বলছে যে প্রায় ৫ কোটি নারী যারা কৃষিজীবি কিংবা ভুমিহীন শ্রমিক হিসেবে কাজ করছেন , তাঁরা অর্থনৈতিক , সামাজিক ও রাজনৈতিক সূচকে অনেক নীচে রয়েছেন। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যে মেয়েদের যাদি সম্পদে সমান অধিকার থাকতো , বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পেতো।

মানবাধিকার বিষয়ক জতিসংঘের হাই কমিশনার নাভি পিল্লাই বিভিন্ন দেশের সরকারেকে আরো বেশি কিছু করার আহ্বান জানান। তিনি বলেন যে সম্ভানাময় নারীদের প্রতি মনোযোগ দিতে ব্যর্থতা বিশ্বব্যাপী এক সমস্যা হয়ে আছে।

XS
SM
MD
LG