অ্যাকসেসিবিলিটি লিংক

চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অগ্রগতি দেখতে চায়: প্রেসিডেন্ট হু


চীনা প্রেসিডেন্ট হু জিন্তাও ওবামা প্রশাসনের দু জন পদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠকের পর, দু দেশের মধ্যকার সম্পর্ক আরো উন্নত করার পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি বলেন চীন –যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন অগ্রগতি দেখতে চায় চীন। তিনি বলেন যে চীন –যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নিতে, চীনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করতে ইচ্ছুক।
মি হু আজ হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামার্স এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ উপদেষ্টার টম ডনিলনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে সফরকারী মার্কিন প্রতিনিধি এবং উর্ধ্বতন চীনা কর্মকর্তাদের তিন দিন ব্যাপী আলোচনার উপসংহার টানা হয়।
হোয়াইট হাউজ এ সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে এই আলোচনায় উত্তর কোরিয়া, ইরান ও অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়। তবে এতে সামরিক বিষয়ে আলোচনা আবার শুরু করতে দু দেশের সরকার এক মত হয়েছে কী না, সেটা বলা হয়নি।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ চীন ঐ আলোচনা সামরিক বিষয়ে আলোচনা স্থগিত করে দেয়।

XS
SM
MD
LG