অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রাটিক কংগো গনপ্রজাতন্ত্রে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা পুনর্নির্বাচিত হলেন


ডেমোক্রাটিক কংগো গনপ্রজাতন্ত্রে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা পুনর্নির্বাচিত হলেন
ডেমোক্রাটিক কংগো গনপ্রজাতন্ত্রে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা পুনর্নির্বাচিত হলেন

ডেমোক্রাটিক কংগো গনপ্রজাতন্ত্র, প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে গত সপ্তাহের নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট কাবিলা ৫ বছরের মেয়াদের জন্য আবার প্রেসিডেন্ট হলেন।

ভয়েস অফ আমেরিকার পশ্চিম আফ্রিকা ব্যুরোর সংবাদদাতা স্কট স্টার্ন্স কিনশাসা থেকে জানিয়েছেন শুক্রবার প্রকাশিত সরকারি ফলাফলে দেখা যাচ্ছে মি কাবিলা ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট নিয়ে সকল প্রার্থীদের চাইতে এগিয়ে যান।

বিরোধী নেতা এটিয়েন শিসেকেডি দ্বিতীয় স্থানে ৩২ শতাংশ ভোট পেয়েছেন।

XS
SM
MD
LG