অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বন্দরনগরী করাচীতে জাতিগোষ্ঠিগত গোলযোগ হানাহানি চলছে


পাকিস্তানের বন্দরনগরী করাচীতে জাতিগোষ্ঠিগত গোলযোগ হানাহানি চলছে
পাকিস্তানের বন্দরনগরী করাচীতে জাতিগোষ্ঠিগত গোলযোগ হানাহানি চলছে

পাকিস্তানের বন্দরনগরী করাচীতে গত কয়েকদিন ধরে জাতিগোষ্ঠিগত গোলযোগ হানাহানি চলছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছেন। শুক্রবার শহরে বাড়তি প্রায় এক হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে রোকেয়া হায়দার টেলিফোনে কথা বলেছেন, Pakistan Institute of Business managementর Faculty মাসকাওয়াত আহসানের সঙ্গে।

XS
SM
MD
LG