পাকিস্তানের বন্দরনগরী করাচীতে গত কয়েকদিন ধরে জাতিগোষ্ঠিগত গোলযোগ হানাহানি চলছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছেন। শুক্রবার শহরে বাড়তি প্রায় এক হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে রোকেয়া হায়দার টেলিফোনে কথা বলেছেন, Pakistan Institute of Business managementর Faculty মাসকাওয়াত আহসানের সঙ্গে।