অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদান স্বাধীনতা উদযাপন করছে


দক্ষিণ সুদান স্বাধীনতা উদযাপন করছে
দক্ষিণ সুদান স্বাধীনতা উদযাপন করছে

বিশ্বের নবতম রাষ্ট্র, দক্ষিণ সুদান, শনিবার রাজধানী জুবায় স্বাধীনতা উত্সব উদযাপন করলো।

লক্ষ লক্ষ মানুষ হর্ষোধ্বনি দেয়, যখন সৈন্যরা দক্ষিণ সুদানের নতুন পতাকা উড়ায় এবং উত্তরের পতাকা নামিয়ে ফেলে।

অনুষ্ঠানে সমবেত অতিথিরা স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা শোনেন। উত্তর সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশির সহ বহু গন্যমান্য ব্যাক্তি জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বানী দেন।

গনপ্রজাতন্ত্র দক্ষিণ সুদান স্থানীয় সময় মধ্যরাতে বিশ্বের সবচাইতে নতুন দেশ হিসেবে আত্নপ্রকাশ করলো। জুবার বাসিন্দারা রাস্তায় রাস্তায় আনন্দ উত্সবে মেতে ওঠে।

জুবা স্টেডিয়ামে স্বাধীনতা উত্সব অব্যাহত থাকে। প্রেসিডেন্ট সালভা কীর শপথ গ্রহণ করেন। তিনি সংবিধান সমুন্নত রাখার এবং দক্ষিণ সুদানের জনগনের উন্নয়ন ও কল্যাণের প্রতিশ্রুতি দেন।

তিনি নতুন দিগন্তের সূচনার কথা বলেন। তিনি নাগরিকদের প্রতি সহিষ্ণুতা, একতা এবং একে অপরকে ভালবাসার নতুন সূচনার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার এক বিবৃতিতে বলেন যে আনুষ্ঠানিকভাবে গনপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে স্বীকৃতি দিয়ে তিনি গর্বিত বোধ করছেন।

এ সম্পর্কে বার্তা বিভাগের রিপোর্ট পড়ছেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG