অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় চতুর্থবারের জন্য ৭ বছরের মেয়াদে আসাদের শপথ গ্রহণ 


ফেইজবুক কর্তৃক প্রকাশিত ছবিতে প্রেসিডেন্ট আসাদ চতুর্থবারের মত ৭ বছরের মেয়াদের শপথ নেবার পর ভাষণ দিচ্ছেন, ১৭ই জুলাই, ২০২১
ফেইজবুক কর্তৃক প্রকাশিত ছবিতে প্রেসিডেন্ট আসাদ চতুর্থবারের মত ৭ বছরের মেয়াদের শপথ নেবার পর ভাষণ দিচ্ছেন, ১৭ই জুলাই, ২০২১

সিরিয়ার প্রেসিডেন্ট, বাসার আল আসাদ, পশ্চিমি দেশগুলির জালিয়াতির অভিযোগ আনা সত্বেও শনিবার, দামেস্কে চতুর্থবারের মত ৭ বছরের মেয়াদে শপথ গ্রহণ করেন I প্যালেসে শপথ নেবার আগে ,লাল গালিচায় হেঁটে যাওয়ার সময় মিলিটারি ব্যান্ড বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়I তিনি পরে বিশাল জনতা ও অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দেনI

ভাষণে তিনি বলেন, সিরিয়ার বর্তমান অর্থনৈতিক সঙ্কটের কারণ হচ্ছে, লেবাননের কতিপয় ব্যাঙ্ক কর্তৃক তাঁর দেশের সম্পদকে জব্দ করে রাখাI প্রেসিডেন্ট আসাদ বলেন, কতিপয় হিসাবে দেখা যায়, লেবাননের ব্যাংকগুলিতে সিরিয়ার ৪০ থেকে ৬০ বিলিয়ন ডলার অর্থ গচ্ছিত আছে, যে অর্থ অনায়াসেই সিরিয়ার অর্থনীতিকে সচল করতেএবং অর্থনৈতিক সঙ্কট থেকে দেশকে তুলে আনতে সক্ষমI

তবে প্যারিস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক, খাত্তার আবু দিয়াৰ, প্রেসিডেন্ট আসাদের মূল্যায়নের সঙ্গে একমত ননI তিনি জানান, লেবাননে সিরিয়ার গচ্ছিত সম্পদের তিনি অতিরিক্ত মূল্যায়ন করেছেনI অন্যদিকে, লেবানন, হেজবোল্লাহদের চাপে কমমূল্যে সিরিয়াকে খাদ্য ও জ্বালানি সরবরাহ করে আসছেI

XS
SM
MD
LG