অ্যাকসেসিবিলিটি লিংক

বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারের ভূমিকা এখন খুব সামান্যই : আসাদুজ্জামান নূর


সাংসদ সদস্য ও নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান
সাংসদ সদস্য ও নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান

বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ইলেক্ট্রনিক মিডিয়ার মান, এর স্বাধীনতা , মালিকপক্ষের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এ সব নিয়েই একান্ত এক সাক্ষাৎকারে দেশ টিভির অন্যতম স্বত্বাধিকারী , সংসদ সদস্য ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর কথা বলেছেন । দেশ টেলিভিশনের সামনে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি বলেন যে দেশ টিভি যেহেতু মুক্তিযুদ্ধের আদর্শ এবং অসাম্প্রদায়িকতার উপর বিশ্বাস করে সম্ভবত সে কারণেই তাদের আক্রমণ চালানো হয়। তিনি মিডিয়ার উপর এই আক্রমণ যে পূর্ববর্তী বিএনপি –জামায়াত জোট সরকারে সময়ে শুরু হয় সে কথা তুলে ধরেন।

মিডিয়ার স্বাধীনতা যে সব সময়ে সাংবাদিকদের স্বাধীনতা হয় না, সে প্রসঙ্গে আসাদুজ্জামান নুর বলেন যে , মালিকপক্ষের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে বটে কিন্তু এমন ও কিছু ক্ষেত্রে আছে যেখানে দেখা গেছে মালিকপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ও সাংবাদিকরা নানা খবর প্রচার বা প্রকাশ করেছেন। এই সাক্ষাৎকারে সরকারী বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাকে তিনি খাটো করে দেখেছেনেএবং বলছেন যে কেবল মাত্র প্রিন্ট মিডিয়ায় যে যৎসামান্য পয়সা পাওয়া যায় সরকারী বিজ্ঞাপনের মাধ্যমে , সেটার মুখাপেক্ষি নয় কোন বড় পত্রিকায়। তিনি ইলেক্ট্রনিক মিডিয়ার মান নিয়ে উৎকন্ঠার সঙ্গে সহমত প্রকাশ করে বলেন যে চাহিদা ও সরবরাহের মধ্যে বিশাল ফারাকের কারণে সংখ্যার সঙ্গে মান ‘এর অনুপাত টা একই রকম নয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG