ভারত মহাকাশে কৃত্রিম উপগ্রহ ধ্বংসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, প্রধানমন্ত্রী আজ এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বুধবার দুপুরে তিনি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন বলে দেশবাসীকে আধ ঘণ্টার ওপর উৎকণ্ঠায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জানালেন, ভারত আজ যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চিনের সঙ্গে একাসনে বসেছে, কারণ সারা পৃথিবীতে এই ক'টি মাত্র দেশই এই অস্ত্রের অধিকারী, তখন পর্যন্ত ঠিকই ছিল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই ঘোষণা তিনি করতেই পারেন। কিন্তু তার পরেই বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী হিসেবে তিনি যোগ করলেন, আমাদের হাতেই দেশের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই কথায় আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হয়েছে বলে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে। আজ ২৭শে মার্চ বিশ্ব নাটক দিবস, সেই কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এই দিনে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নাটক, নাটক, আর নাটক। এই ভদ্রলোক নাটুকেপনা ছাড়া কিছুই জানেন না। তবে, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজকের ঘটনা ভোট যুদ্ধে মোদী ও বিজেপিকে অনেকটাই এগিয়ে দেবে, সন্দেহ নেই।
কলকাতা সংবাদাদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তার দেশে তৈরি অ্যান্টি স্যাটেলাইট একটি উপগ্রহকে ধ্বংস করে দিয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।