অ্যাকসেসিবিলিটি লিংক

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তেজনা হ্রাসের জন্য উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছে


North Korea Foreign Minister Ri Yong Ho talks to a reporter after a break during the 23rd Asean Regional meeting in Vientiane, Laos, Tuesday, July 26, 2016.
North Korea Foreign Minister Ri Yong Ho talks to a reporter after a break during the 23rd Asean Regional meeting in Vientiane, Laos, Tuesday, July 26, 2016.

রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে ম্যানিলায় দ্বিপাক্ষিক বৈঠক করেন। দক্ষিণপূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা আসিয়ানের সম্মেলনের বাইরে তারা ওই বৈঠক করেন। ওয়াং বলেন জাতিসংঘের অনুমোদিত প্রস্তাব মেনে চলার জন্য এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ও পারমাণবিক পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক সমাজকে উসকানি দেওয়া বন্ধ করার জন্য তিনি রি’র প্রতি আবেদন জানান।

ওয়াং আরও বলেন তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তারা যেন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা হ্রাস করার পদক্ষেপ নেন।

আসিয়ানের ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়াকে যে সতর্ক করে দিচ্ছে তা যুক্তরাষ্ট্র সরকারকে সন্তুষ্ট করবে বলে অনুমান করা হচ্ছে। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা আশা করছেন যে আমেরিকা ওই অঞ্চলে আরও দৃঢ় ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা পিয়ং ইয়ং এর সঙ্গে তাদের নিজেদের সম্পর্ক বজায় থাকবে বলে আশা করছেন।

শনিবার আসিয়ানের মন্ত্রীরা কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

XS
SM
MD
LG