অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগর নিয়ে যে বিরোধ, সে বিষয়ে যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে


Chinese structures and an airstrip on the man-made Subi Reef at the Spratly group of islands in the South China Sea are seen from a Philippine Air Force C-130 transport plane of the Philippine Air Force, April 21, 2017.
Chinese structures and an airstrip on the man-made Subi Reef at the Spratly group of islands in the South China Sea are seen from a Philippine Air Force C-130 transport plane of the Philippine Air Force, April 21, 2017.

দক্ষিণ চীন সাগর নিয়ে যে বিরোধ, সে বিষয়ে যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ওই এলাকায় ভূমির মালিকানা নিয়ে দাবী এবং সামরিক তৎপরতা বন্ধ করার আহবান জানায়। তারা বলেছে ওই সব তৎপরতা ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে এবং পরিবেশের স্থায়ী ক্ষতি সাধন করে।

ফিলিপিন্সে, দক্ষিণপূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা আসিয়ানের বৈঠকের বাইরে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এবং জাপানী পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বৈঠক করার পর, তিনটি দেশ এক যুগ্ম বিবৃতি প্রকাশ করে।

তারা চীন ও ফিলিপিন্সের প্রতি আবেদন জানায় গত বছর হেগ শহরে আন্তর্জাতিক আদালত যে রায় দেয় তারা যেন তা মেনে চলে। দক্ষিণ চীন সাগরে চীনের একচ্ছত্র মালিকানার দাবি আদালত খারিজ করে দিয়েছে।

XS
SM
MD
LG