আসিয়ান নেতারা বার্মার সামরিক সহিংসতা বন্ধের ডাক দিয়েছেন
আসিয়ান নেতারা সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় বার্মার সামরিক শাসক, জেনারেল মিন আউং হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে বার্মার সামরিক সহিংসতা বন্ধের যে ডাক দেন, বার্মার বহিষ্কৃত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত গোপন সরকার তাকে স্বাগত জানিয়েছেI বার্মার ক্রমবর্ধমান সঙ্কট নিয়ে আয়োজিত, আসিয়ান নেতাদের এই বৈঠকে যোগ দিয়েছিলেন জেনারেল, মিন আউং হ্লেইংI
সামরিক বাহিনী, অসামরিক নেত্রী আউং সান সুচিকে বহিষ্কার ও গৃহবন্দী করার পর, পহেলা ফেব্রুয়ারী থেকে বার্মার প্রতিদিনের সহিংসতার খবর সারা বিশ্বের মাধ্যমগুলিতে স্থান পায়I নিরাপত্তা বাহিনী তাজা গুলি, গোলাবারুদ ব্যবহার করে জনগণের অভ্যুথান দমিয়ে দেবার চেষ্টা চালালে, নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪০ জনের মৃত্যু হয় বলে জানায়,স্থানীয় নজরদারি অ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিসনার্স বা (AAPP) গ্রূপI
শনিবার, আসিয়ান গ্রূপ এই মর্মে ঐকমত্যে পৌঁছায় যে অবিলম্বে বার্মার সহিংসতার অবসান ঘটাতে হবেI এছাড়াও আসিয়ানভুক্ত দেশগুলি বার্মার সঙ্কট নিরসনে একজন বিশেষ প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নেয়, যিনি দুটি দলের আলোচনায় মধ্যস্থতা করতে বার্মা সফর করবেনI